ধানের বাদামি দাগ রোগের লক্ষণ ও প্রতিকার

ছিফাত জেরিন নেহা

কৃষি অনুষদ(২০ ব্যাচ),হাবিপ্রবি ,দিনাজপুর

Oct 22, 2023
ফসলের রোগ-বালাই
ধানের বাদামি দাগ রোগের লক্ষণ ও প্রতিকার

ধানের বাদামী রোগের লক্ষণ ও প্রতিকার

 রোগের কারণঃ

ধানের বাদামী রোগ (Brown Spot Disease) একটি ছত্রাকজনীত রোগ (Helminthosporium oryzae)

লক্ষণঃ

                  i.            এটি বীজ বাহিত রোগ।

                ii.            রোগ পাতা, বীজ বাড়ন্ত কান্ডে আক্রমণ করে।

               iii.            পাতায় ডিম্বকৃতির মতে ছোট ছোট বাদামী রঙের দাগ পড়ে।

              iv.            দাগগুলি ক্রমেই পাতায় ছড়িয়ে পড়ে।

                v.            আক্রমণ বেশী হলে শীষেও আক্রমন হয়।

সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ

                   i.            ফসল কাটার পর নাড়া পুড়িয়ে ফেলা।

                   ii.            সুস্থ বীজ ব্যবহার করা।

                    iii.            রোগ প্রতিরোধ সম্পন্ন জাত ব্যবহার।

                     iv.            বীজতলা বা জমি সব সময় ভেজা রাখা।

                     v.            জমিতে পর্যাপ্ত পরিমাণ ইউরিয়া পটাশ ব্যবহার করলে রোগ বাড়ে না।

 

প্রতিকারঃ

                   i.            সুস্থ বীজ বপন করতে হবে। বীজ বপনের আগে গরম পানিতে (৫০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে) শোধন করতে হবে।

                    ii.            আক্রান্ত হলে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বোক্সিন + থিরাম গ্রুপের ছত্রাকনাশক (যেমন- প্রোভ্যাক্স ২০০ ডব্লিউপি) প্রতি কেজি বীজে দশমিক গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে।

                    iii.            আক্রমণ কমাতে জৈব সার ব্যবহার করতে হবে। জমিতে সঠিক পরিমাণ নাইট্রোজেন পটাশ সার ব্যবহার করলে রোগ কমে যায়। এছাড়া সঠিক পানি ব্যবস্থাপনা রোগ আক্রান্তের হার কমায়।

                   iv.            জমিতে রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রোপিকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে শূন্য দশমিক গ্রাম হারে অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে মিলি হারে মিশিয়ে ১০ দিন পর পর - বার স্প্রে করতে হবে।

লেখায়- 

ছিফাত জেরিন নেহা

কৃষি অনুষদ(২০ ব্যাচ)

হাবিপ্রবি,দিনাজপুর।

#কৃষি_বাজার #ধানের_রোগ #ধানের_বাদামি_রোগ #রোগের_সমাধান #krishibazar #dhaner_rog #DhanerBadamiRog #rice_disease #brown_spot_of_rice #disease_control#PlantCare

Recent Posts

ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট(BLB)

Apr 17, 2024
ফসলের রোগ-বালাই