ধানের উৎপাদন বেশি করতে দরকার সুস্থ,সবল চারা।আর সুস্থ,সবল চারা পাওয়া যায় একটি আদর্শ বীজতলার তৈরির মাধ্যমে।কিন্তু আমাদের দেশের অনেক কৃষক জানেনা কিভাবে আদর্শ বীজতলা তৈরি করতে হয়।তাই আজ একটি আদর্শ বীজতলা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখব-
১।উঁচু এবং দোআশ বা এটেল মাটি আছে এমন যায়গা নির্বাচন করুণ।
২।জমি উর্বর না থাকলে প্রতি বর্গমিটার জমিতে ১.০-১.৫ কেজি হারে জৈব সার/শুকনো গবর সুন্দর করে মিশিয়ে দিতে হবে।এরপর জমিতে ২-৩টি চাষ দিয়ে তারপর মই দিয়ে সমান করতে হবে।
৩।এরপর জমিতে বেড তৈরি করতে হবে।বেডের পরিমাণ দৈর্ঘ্য বরাবর হবে ১০মিটার ও চওড়া হবে ১ মিটার।এবং দুই বেডের মাঝে ৪০-৫০ সেমি দূরত্বের ড্রেন থাকতে হবে।এই ড্রেন অনেক উপকারী।অতিরিক্ত পানি যেমন বের করে দেয় তেমনি ড্রেন ব্যবহার করে সহজেই সার/ঔষধ দেয়া যায়।
৪।বেড তৈরির ৩/৪ ঘন্টা পর বীজ বোনা উচিত।