মরিচ চাষের জন্য জমি প্রস্তুতি

May 15, 2024
চাষাবাদ
মরিচ চাষের জন্য জমি প্রস্তুতি

মরিচ চাষের জন্য জমি প্রস্তুতি

জমির চারপাশের আইলের অতিরিক্ত অংশ কাটা পর - টি আড়াআড়ি গভীর চাষ দিয়ে মই দিয়ে সমান করতে হবে।আগাছা বেছে ফেলে দিতে হবে।মনে রাখবেন প্রতি ১বা ২ চাষের পর ১-২ দিন রেখে দিবেন।এতে ক্ষতিকর ছত্রাক,ব্যাকটেরিয়া,ভাইরাস মারা যায়।

শেষ চাষের আগে  উপযুক্ত পরিমাণ জৈব রাসায়নিক সার মিশিয়ে চাষ দিতে হবে।

জমি তৈরিতে ব্যবহৃত সারের নাম ও তার পরিমাণ (প্রতি হেক্টর এর জন্য):  

সারের নাম      হেক্টর প্রতি পরিমাণ

কম্পোস্ট  = ৮-১০ টন  

টিএসপি    =৩০০ কেজি   

এমওপি     = ৬৫ কেজি

জিপসাম    =১১০ কেজি

জিংকসালফেট=১২ কেজি

বোরিক এসিড  =১০ কেজি

চারা রোপনের ২৫ দিন পর

ইউরিয়া=৭০ কেজি +এমওপি=৪৫ কেজি

চারা রোপনের ৫০ দিন পর

ইউরিয়া=৭০ কেজি+এমওপি=৪৫ কেজি

চারা রোপনের ৭০ দিন পর

ইউরিয়া=৭০ কেজি+এমওপি=৪৫ কেজি 

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল