পেঁপে গাছ
পানি সহ্য করতে পারেনা তাই প্রথমে উঁচু জায়গা
নির্বাচন করতে হবে ।এছাড়া
পেঁপে গাছ গর্ত করে রোপণ করতে হয়।তাই এটা চাষ করতে পুরো জমিতে সার দেয়ার কোন দরকার
নাই।শুধু গর্ত করে তাতে পরিমান মত সার দিলে আর কিছুই করতে হয় না।একটা গর্তে কি পরিমাণ
সার দিতে হয় টা নিচে দেয়া হলো-
একটি গর্তের
ক্ষেত্রে,
• ৪৫
সেন্টিমিটার চওড়া×৪৫ সেন্টিমিটার গভীর বা ১.৫ ফিট চওড়া × ১.৫ ফিট গভীর গর্ত
করতে হবে।
• গর্তের
উপরের মাটি কেটে হাতের ডান পাশে রাখতে হবে এবং নিচের মাটি কেটে বাম
পাশে রাখতে হবে
• এভাবে ১-২
দিন গর্তটি ফেলে রাখবেন।এতে মাটিতে যেসব জিবাণু থাকে
তা মারা যায়।
1. তারপর
টিএসপি (TSP) - ৫০০ গ্রাম
2. এমওপি
(MoP) - ২৫০ গ্রাম
3. জিংক-
২০ গ্রাম
4. বোরণ
-২০ গ্রাম
5. জিপসাম
-২৫০ গ্রাম
6.জৈব
সার- ১৫ কেজি
7. জৈবছত্রাক
নাশক হিসেবে ট্রাইকোডার্মা বা
বায়োডার্মা ৫গ্রাম
8. জৈবকীটনাশক
হিসাবে নিম তেল সামান্য পরিমাণ ।
এই ৮টা উপাদান
মাটির সাথে মিশাতে হবে।
★★ মেশানোর
প্রক্রিয়া
:
>> ডানপাশে
রাখা উপরের মাটির সাথে সারগুলো একটার পর একটা আলাদাভাবে
দিতে হবে এবং মিক্সড করতে হবে।
>> সারসহ
মাটির মিশ্রণটি আগে গর্তে
দিতে হবে তারপর বাম পাশে রাখা মাটি গুলো দিয়ে গর্ত ভরাট করতে হবে।
>>এভাবে
এরপর ১৫ দিন রেখে
দিতে হবে ।তবে ১০-১৩ তম দিনের
মধ্যে যেকোন একদিন সারের
মাটিগুলো উলটপালট
করে দিতে হবে যাতে কেমিক্যালের গ্যাস
বের হয়ে যায়।
বি.দ্র.: ইউরিয়া গর্তে দেয়া যাবে না এবং সার দেয়ার সাথে সাথে চারা
সরাসরি লাগানো যাবে না ।