মরিচের পাতা কুঁকড়ানো রোগ

Jun 06, 2023
কৃষি সম্পর্কিত
মরিচের পাতা কুঁকড়ানো রোগ

মরিচের পাতা কুঁকড়ানো রোগ

মরিচ একটি প্রধান মসলা জাতীয় ফসল। কাঁচামরিচ সবজি সালাদ হিসেবে এবং বিভিন্ন ধরনের ভাজি তরকারিতে ব্যবহৃত হয়। শুকনা মরিচ গুঁড়া করে তরকারি, বিভিন্ন ধরনের উপাদেয় মুখরোচক খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাপসিসিন নামক পদার্থের কারণে মরিচ ঝাল হয়ে থাকে। মরিচ মসলা হিসেবে ব্যবহৃত হলেও এতে প্রচুর পরিমাণ ভিটামিন সিসহ পুষ্টির সব উপাদান উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যমান। কিন্তু মরিচ উৎপাদনে রোগবালাই একটি প্রধান প্রতিবন্ধক। আর এমনি একটি রোগ হচ্ছে মরিচের পাতা কুচকানো রোগ, রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে ফলন অনেক বৃদ্ধি পাবে।

 

আসুন তাহলে জেনে নেওয়া যাক মরিচের পাতা কুঁকড়ানো রোগ দমন করবেন যেভাবেঃ

 

রোগের বিস্তার : বাহক পোকা (সাদা মাছি- Bemisia tabaci), থ্রিপস পোষক উদ্ভিদের মাধ্যমে ছড়ায়।


রোগের লক্ষণ:
. আক্রান্ত গাছের পাতা কুঁকড়ে যায় এবং স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়।
. পাতাগুলো ছোট গুচ্ছাকৃতির হয়।
. গাছের বৃদ্ধি কমে যায়।
. গাছের পর্বগুলো কাছাকাছি হয় গাছ খর্বাকৃতি হয়ে পড়ে।
. গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় ঝোপের মতো হয়।
. ফল ধারণক্ষমতা কমে যায় এবং ফল আকারে ছোট কুঁকড়ানো হয়।

পরামর্শ:
. সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে।
. রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না।
. রোগাক্রান্ত গাছ আশপাশের পোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে।
চারা অবস্থা থেকে ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে মিলি হারে মিশিয়ে বাহক পোকা দমনের জন্য স্প্রে করতে হবে।

 

সমস্ত বিভাগ
ফ্ল্যাশ বিক্রয়
আজকের ডিল