অভ্যন্তরীণ পণ্য
১. চায়না ও তাইওয়ান থেকে আমদানিকৃতে এয়ারেটে এখন বাংলাদেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।
২. কম যায়গায় বেশী মাছ চাষ একটি অভিনব পদ্ধতি।
৩. এয়ারেটর হলো অক্সিজেন উৎপাদন করা মেশিন। অল্প সময়ে মাছ দ্রুত বৃদ্ধি পায়।
৪. পুকুরে তলায় পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে যায় ফলে অ্যামোনিয় গ্যাস দূর করে।
৫.ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে পানিকে রক্ষ করে পানিতে নতুন শেওলা জন্মতে দেয় না।
৬. পুকুরে মশার উপদ্রব পুরোপুরি বন্ধ করে এবং পুকুরে থেকে নোংরা আবর্জনা অপসারনে সহায়তা করে।
৭. এয়ারেটর এর অধিক ঢেউয়ের ফলে মাছের ছুটাছুটি বৃদ্ধি পায়, মাছ সঠিক পরিমান খাবার খায় ফলে খাবারে অপচয় রোধ হয় এবং মাছের দ্রত বৃদ্ধি ঘটায় ।
১০. এয়ারেটর পানির নিচে স্তরের পানিতে অক্সিজেন সরবরাহ করে প্রায় ১০ ফিট পর্যন্ত । এছাড়া অ্যামোনিয় মাছের বর্জ্য উপরে নিয়ে আসে ফলে পানিতে অটো প্লাংটন তৈরী করে।
ভেঞ্চুরি এয়ারেটর পুকুরে অক্সিজেন বৃদ্ধি, মাছের দ্রুত বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। উচ্চ ঘনত্তে মাছ চাষে এই এয়ারেটর খুবই জনপ্রিয়
লগইন বা Registerto submit your questions to seller
No none asked to seller yet