মনসা গাছ একটি শাখা- প্রশাখাবিহীন গাছ। এর বৈজ্ঞানিক নাম Euphorbia neriifolia। এটি ইউফরবিয়া গণের অন্তর্ভুক্ত। আমাদের দেশে প্রায় সব এলাকাতে মনসা গাছ দেখতে পাওয়া যায়। বাংলায় মনসা গাছকে দেবীরূপে পূজা করা হয়। এই গাছ বেশি উঁচু ও ডালপালাযুক্ত হয় না। মনসা গাছের গায়ে ও ডালে ছোট ছোট অসংখ্য কাঁটা হয়। যে মনসা গাছে বেশি ঘন কাঁটা থাকে সে গাছের আঠাই বেশি ভেষজ গুণসম্পন্ন হয়। এ গাছ কাটলে বা এর পাতা কাটলে বা এর পাতা ভাঙলে দুধের মতো সাদা আঠা বেরুতে থাকে। শিগগিরই এই আঠা শুকিয়ে যায়। বসন্তকালে হলুদ রংয়ের ছোট ছোট ফুল হয়। মনসা গাছের মূল, কাণ্ড, পাতা ও শুকনো আঠা নানা রকম ওষুধরূপে ব্যবহার করা হয়।
উপকারিতাঃ
১। মেয়েদের মাথার চুল অনেক সময় লাল বর্ণ ধারণ করলে মনসা গাছের আঠা দিয়ে তেল তৈরি করে মাথায় মাখলে উপকার পাওয়া যায়।
২। প্রমেহ রোগের আর্বিভাব হলে বাতাসার মধ্যে মনসা গাছের আঠা দিয়ে সেবন করলে প্রমেহ রোগ ভালো হয়।
৩। মনসা গাছের কান্ড কয়েক টুকরো করে পানিতে সিদ্ধ করে এই ক্বাথ সরিষার তেলের সাথে মিশিয়ে একজিমায় প্রলেপ দিলে একজিমা ভালো হয়।
৪। হুপিং কাশি হলে মনসা গাছের পাতা আগুনে সেঁকে নিয়ে হাতে পিষে রস করে লবন বা চিনির সাথে মিশিয়ে সেবন করলে হুপিং কাশি কমে যায়।
৫। মনসা গাছের আঠা দিয়ে তৈরি তেল মাথার টাকে লাগালে টাক সেরে যায়।
অনলাইনে গাছপালা কোথায় পাওয়া যায়ঃ
নার্সারির পাসাপাসি গাছপালা কিনতে পারবেন এখন অনলাইনে ।গাছপালা কিনতে ভিজিট করুন নিচে দেয়া নার্সারী লেখার উপর এবং অর্ডার করতে পারেন দেশের যেকোন প্রান্ত থেকেঃ