বারোমাসী হাইব্রিড মিষ্টি কুমড়া একটি উচ্চফলনশীল বীজ। এই মিষ্টি কুমড়ার রং সবুজ ডোরাকাটা, গোলাকার হয়।ওজন ৩-৫ কেজি ও মিষ্টি ও সুস্বাদু হয়।৬৫ দিন পর ফলন সংগ্রহ করা যায়, ভাইরাস রোগ প্রতিরোধী, বারমাস চাষ করা যায়।
বীজের বৈশিষ্ট্য
ভালো বীজ নির্বাচন করতে সাধারনত নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো ভালো বীজ নির্বাচনে সহায়ক।
- রোগমুক্ত, পরিষ্কার, পরিপুষ্ট ও চিটামুক্ত হতে হবে।
- সকল বীজের আকার আকৃতি একই ধরনের হবে।
বীজের হারঃ
মিষ্টি কুমড়া চাষের জন্য বিঘাপ্রতি ৬৫০-৮০০ গ্রাম এবং হেক্টরপ্রতি ৫-৬ কেজি পরিমাণ বীজের প্রয়োজন হয়।
বীজ শোধনঃ
ভিটাভেক্স ২০০ / টিলথ অনুমোদিত মাত্রায় ব্যবহার করে বীজ শোধন করা যায়।
অনলাইনে বীজ কোথায় পাওয়া যায়ঃ
দোকানের পাশাপাশি এখন অনলাইনে বীজ কিনতে পারবেন। কিনতে নিচে বীজ লেখা লিঙ্কের উপর ক্লিক করুনঃ
Bangladesh