পাতি হলিহক একটি অলংকারিক উদ্ভিদ। এটি মালভেসি পরিবারের উদ্ভিদ। এ গাছটি খাটো শাখা-প্রশাখাবিশিষ্ট এবং এদের পাতা বড় ও লোমশ। হলিহক ফুলের সাদা, গোলাপী, মেজেন্টা ইত্যাদি জাত আছে। ডাবল ফুলের জাতও আছে। শীতের শেষে নতুন চারা গজায় বা লাগানো হয়, বসন্তে ফুল ফোটে। পাতি হলিহক হারবাল ঔষধ হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে।
উপকারিতাঃ
১। পাতি হলিহকের পাতার প্রলেপ ব্যথা উপশমকারী হিসাবে।
২। পাতি হলিকের পাতার রস পেটের কোষ্ঠ্যকানিষ্ঠ দূর করে।
৩। পাতি হলিকের পাতার রস একটু গরম করে সকাল বিকেল সেবন আমাশয় ভালো হয়। ৪। পাতি হলিকের পাতার রস খেলে পেটের সমস্যা ভালো হয়।
৫। পাতি হলিকের পাতার রস খেলে হজম শক্তি বৃদ্ধি পায়।
অনলাইনে বীজ কোথায় পাওয়া যায়ঃ
দোকানের পাশাপাশি এখন অনলাইনে বীজ কিনতে পারবেন। কিনতে নিচে বীজ লেখা লিঙ্কের উপর ক্লিক করুনঃ