মাছ সারা পৃথিবীতে সুপরিচিত একটি জলজ মেরুদণ্ডী প্রাণী । সাধারণত মাছ বলতে আমরা বুঝি শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা পাখনার সাহয্যে সাঁতার কাটে এবং ফুলকার সাহায্য শ্বাস-প্রশ্বাস চালায়। মাছ আমাদের মানবদেহের জন্য অতি পুষ্টিকর ও উপকারী খাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আমাদের দেশে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে নানচিল কোরাল
অন্যতম।
বৈশিষ্ট্যঃ
এদের অংকীয় দেশ পৃষ্ঠীয় দেশ অপেক্ষা অধিকতর উত্তল।
চক্ষু বড়, চর্বি গঠিত সরু পাতাযুক্ত।
মুখ তির্যক, নিম্ন চোয়াল দীর্ঘ।
দেহের উপরিভাগ গাঢ় নীল কিন্তু উদর এবং পার্শ্বভাগ দেখতে রুপালি বর্ণের।
পৃষ্ঠীয় এবং পায়ুপাখনার কিনারা কালচে।
স্বভাব ও আবাসস্থল
এরা উপকূল অঞ্চলের উন্মুক্ত সমুদ্রের মাছ এবং পানির উপরিভাগে দিয়ে চলাচল করে।এদের মোহনা, স্বাদুপানিতে দেখা যায়। সমুদ্র থেকে দূরবর্তী বিভিন্ন নদীর উজান অঞ্চলেও এদের দেখতে পাওয়া যায়। অনুসারে মেঘনা নদী, উপকূলীয় মোহনা সমূহ ও বঙ্গোপসাগরে এদের দেখা মেলে।
অনলাইনে মাছের পোনা কোথায় পাওয়া যায়ঃ
হ্যাচারীর পাশাপাশি এখন অনলাইনেও অর্ডার করে কিনতে পারবেন যে কোন মাছের পোনা । মাছের পোনা কিনতে ক্লিক করুন নিচে দেয়া মাছের পোনা লেখার উপর।