আমাদের দেশে বিচিত্র ধরনের অসংখ্য ফুল রয়েছে । প্রকৃতিগতভাবে এই ফুল গুলো নিজ থেকেই যার যার মত গুন ও বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে।তেমনি আমাদের দেশের নানান ফুলের বৈচিত্র্যের মধ্যে টগর ফুল অন্যতম। টগর ঝোপঝাড়বিশিষ্ট চিরহরিৎ ফুল গাছ। এর বৈজ্ঞানিক নামঃ Tabernaemontana divaricata । এটি গর্ভশীর্ষ পুষ্প ।বাংলাদেশে সাধারণত টগর দুই রকম- থোকা টগর ও একক টগর। একটি টগরের একক পাপড়ি, অন্যটির গুচ্ছ পাপড়ি। এদেরকে “বড় টগর” ও “ছোট টগর” বলা হয়।
উপকারিতাঃ
টগরের মূল ও শেকড় ওষুধে ব্যবহৃত হয়। শেকড় তেতো ও কটু স্বাদের। এতে কৃমি ও চুলকানি দূর হয়। ঘামাচিতে টগরের কাঠ ঘষে প্রতিদিন চন্দনের মতো গায়ে মাখলে উপকার হয়। অনেকে টগরের কাঁচা ডাল চিবিয়ে দাঁতের অসুখ সারায়।
অনলাইনে বীজ কোথায় পাওয়া যায়ঃ
দোকানের পাশাপাশি এখন অনলাইনে বীজ কিনতে পারবেন। কিনতে নিচে বীজ লেখা লিঙ্কের উপর ক্লিক করুনঃ