ছাদে বাগান সৃষ্টি করে তা থেকে সুফল আহরণ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য সচেতনতা ও নিরাপদ ফল সবজি প্রাপ্তি সুবিধা নিশ্চিত করণে অনেকেই ছাদে বাগান তৈরি অনুপ্রেরণা পাচ্ছে। বয়স্ক নর-নারী অবসর বিনোদনের প্রয়োজনে ছাদ বাগান সৃষ্টিতে অনেকে আগ্রহী হয়। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ছাদ বাগান করে গাছপালার সংস্পর্শে এসে বিচিত্র আনন্দের স্বাদ গ্রহণ করে। অনেক বৃক্ষ প্রেমিক পরিকল্পিতভাবে নিজ হাতে ছাদে বাগান করে সৃষ্টির আনন্দ ও গাছপালার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। একটা সুন্দর ছাদ বাগান দিতে পারে পরিচ্ছন্ন পরিবেশ ও সারা বছর ধরে পরিবারের চাহিদামতো নিরাপদ ফল-সবজি।
চলুন এবার জেনে নেওয়া যাক ছাদ বাগানের কিছু উপকারিতাঃ
(ক) টাটকা শাক-সবজি ও ফল-মূল পাওয়ার যায়।
(খ) বাড়তি আয় ও অবসর সময় কাটানোর যায়।,
(গ) কর্মসংস্থান সৃষ্টি হয়।
(ঘ) ছাদের সবুজ চত্বরে বিনোদনের সুবিধা পাওয়ার যায়।
(ঙ) পরিবেশ দুষণ মুক্ত রাখার যায়।
(চ) বায়ো ডাইভারসিটি সংরক্ষণ করা যায়।
(ছ) অবকাঠামো তৈরিতে যে পরিমাণ জমি নষ্ট হয় ছাদে বাগানের মাধ্যমে তার কিছু অংশ পুষিয়ে নেওয়ার যায়।
(জ) বৃষ্টির পানি গড়িয়ে যেতে বাধা দেওয়া যায়।
(ঝ) গ্রীন হাউস প্রতিক্রিয়ার কবল থেকে রক্ষা পাওযার যায়।
(ঞ) ছাদের ইনসুলেশনের বৃদ্ধি পায়।
অনলাইনে ছাদ বাগানের সরঞ্জাম কোথায় পাওয়া যায়ঃ
আপনি যদি ছাদ বাগানের পরিকল্পনা করে নিতে চান বা ছাদ বাগানের সরঞ্জাম কিনতে চানা তাহলে নিচে দেয়া ছাদ বাগান লেখের উপর ক্লিক করুনঃ