মান সম্পন্ন ও উন্নতমানের বীজের বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো –
১।বাহ্যিক চেহারা হবে উজ্জ্বল, সুন্দর, আকার, আয়তন ও ক্রেতার দৃষ্টি আকর্ষণ করবে।
2।বীজে কোন নিষ্ক্রিয় পদার্থ ,বালি, পাথর, ছোট মাটি, ভাঙ্গা বীজ, বীজের খোসা ইত্যাদি থাকবে না।
৩।বীজ হবে বিশুদ্ধ ।
৪।বীজের ক্ষতিকর আগাছার বীজ থাকবে না।
৫।বীজ হবে পুষ্ট। আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, জাত অনুযায়ী নির্দিষ্ট হবে।
৬।বীজের আর্দ্রতা নির্ধারিত মাত্রায় হবে।
৭।বীজ ক্ষতিকারক পোকামাকড়ের আক্রমণ মুক্ত ও নীরোগ হবে।
বীজ শোধনঃ
প্রতি কেজি বীজে ১ গ্রাম ভিটাভেক্স ২০০ দিয়ে বীজ শোধন করতে হবে।
বীজের হারঃ
একরে বীজ লাগবে দেড় থেকে ২ কেজি।
অনলাইনে বীজ কোথায় পাওয়া যায়ঃ
দোকানের পাশাপাশি এখন অনলাইনে বীজ কিনতে পারবেন। কিনতে নিচে বীজ লেখা লিঙ্কের উপর ক্লিক করুনঃ