কুকশিমা একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। খাড়া কাণ্ডের বীরুৎ শ্রেণির বর্ষজীবী এই গাছ উচন্তির সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। সাধারণ দৃষ্টিতে আমাদের কাছে আগাছা মনে হলেও গাছটি বেশ উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন। এ গাছের ফুল, বীজ, পাতা, শিকড়সহ পুরো গাছই জ্বর, ফাইলেরিয়া, ক্রিমি সমস্যা, হজম সমস্যা, কাশি ও চর্মরোগের মহৌষধ। ৩ থেকে ৬০ সেন্টিমিটার উঁচু হতে পারে। কাণ্ড নরম ও অল্প শাখাবিশিষ্ট। পাতা বর্শাফলাকৃতির, নিচ থেকে ওপরের দিকে ক্রমে ছোট এবং উভয় পিঠ রোমশ। ফুলের রঙ গোলাপি বা বেগুনি। বীজত্বক দুই-তিন কৌণিক, ফল রোমশ। ফুল ও ফল প্রায় বর্ষব্যপ্ত।
উপকারিতাঃ
১। চোখে ঠান্ডা লেগে পানি পড়ছে, লাল হয়ে গেছে তাহলে কুকশিমা গাছের হলদে ফুল সামান্য গরম পানি দিয়ে ধুয়ে থেঁতো করে এর রস করে সকাল বিকেল চোখে দিলে উপকার পাওয়া যায়।
২। কুকশিমা গাছ মূলসহ থেঁতো করে এই রস গরম করে সকাল বিকাল দুধের সাথে মিশিয়ে খেলে রক্ত পিত্তে উপকার পাওয়া যায়।
৩। একটা গোটা কুকশিমা গাছ উপড়ে এনে ভালো ভাবে ধুয়ে বেটে সারা শরীরে মেখে একঘন্টা পর গোসল করে নিলে চুলকানি ভালো হয়।
৪। কুকশিমা গাছের কাঁচা অবস্থায় রস করে খেলে আমাশয় দ্রুত ভালো হয়।
৫। কুকশিমা গাছ মূলসহ থেঁতো করে এই রস সকাল বিকেল খেলে অতিসারে উপকার পাওয়া যায়।