সেই প্রাচীনকাল হতেই নানা শারীরিক সমস্যা সমাধানে ব্যবহার হয়ে আসছে তুলসী পাতা। তুলসী পাতার ঔষধি গুণের কারণে এটি বহুকাল ধরেই সমাদৃত ঘরোয়া চিকিৎসায়। ছোটোখাটো নানা শারীরিক সমস্যা থেকে শুরু করে মারাত্মক দৈহিক সমস্যাও দূর করতে কার্যকরী এই তুলসী পাতা। বাংলাদেশ ও ভারতের প্রায় সর্বত্র দেখা যায়। হিন্দুবাড়িতে বেশি দেখা যায়, পূজায় ব্যবহার হয়। ভারতে বাণিজ্যক ভাবে চাষ হয়। জুলাই আগষ্ট বা নভেম্বর ডিসেম্বর এতে মঞ্জরী দেখা দেয়। সমতলভূমি থেকে শুরু করে হিমালয়ের পাদদেশে প্রায় ৬০০০ ফুট উচ্চতা পর্যন্ত এদের জন্মাতে দেখা যায়। অনেক স্বাস্থ্য উপকারীতার মাঝে আর একটি উপকার আছে তুলসীর তা হলো কিডনির পাথর দূর করতে। আর আজকের লেখাতে থাকছে কিডনির পাথর দূর করতে তুলসীর ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কিডনির পাথর দূর করতে তুলসীর ব্যবহারঃ
উপকরণঃ
(১) তুলসী পাতা
(২) পানি
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) তুলসীর পাতায় তৈরি হালকা গরম জুস তৈরি করে নিবেন এবং এই জুস খালি পেটে খাবেন ব্যাস কেল্লা ফতে।
তুলসীর পাতা খেলে কিডনির পাথর দূর হয় বহুকাল ধরে কিডনির পাথর দূরীকরণে এ চিকিৎসা নেওয়া হয়। তাহলে আর দেরি কেনো আজই খান তুলসী পাতা।