ইঞ্চি লতা (বৈজ্ঞানিক নাম: Tradescantia zebrina), আগের বৈজ্ঞানিক নাম:Zebrina pendula, হচ্ছে কমেলিনাসি পরিবারের একটি উদ্ভিদ। এটি মেক্সিকো, মধ্য আমেরিকা এবং কলম্বোর স্থানীয় প্রজাতি এবং এখন এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রাকৃতিকভাবে জন্মে।
ইঞ্চি লতাতে লাল রঙের তিন পাপড়ির ফুল হয়। ইঞ্চি গাছ ঝুলানো টবে রাখা মন্দ নয়, এতে এর পাতার নিচের দিকের সুন্দর মেরুন রঙ দৃষ্টিগোচর হয়। বীজ ছাড়া মাত্র এক ইঞ্চি কাণ্ড থেকেও এর বিস্তার ঘটতে পারে। এর কান্ড এবং পাতার স্বচ্ছ কষ বেশ এলার্জিক, তাই গ্লাভস্ ছাড়া নাড়াচাড়া করলে হাত ধুয়ে ফেলা ভাল।
ব্যবহারঃ
ইঞ্চিলতা মূলত আলংকারিক বাসাবাড়ির উদ্ভিদ। এদেরকে ভূমির আচ্ছাদান হিসেবে ব্যবহার করা যায়। এদেরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে আগ্রাসি হয়ে ওঠে। এদের কান্ড এবং পাতার স্বচ্ছ কষ বেশ এলারজী সৃষ্টিকারী। এটি দক্ষিণ আফ্রিকা এবং গালাপাগোস দ্বীপপুঞ্জে আগ্রাসি হিসেবে বিবেচিত।